গভীর রাতে আ.লীগের মিছিল থেকে পুলিশকে কুপিয়ে জখম, গ্রেফতার ১৯
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০২৫

চট্টগ্রামে একটি আওয়ামী লীগ সমর্থিত মিছিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, এতে একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। সোমবার রাত বন্দর থানার সল্টগোলা ক্রসিং, ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে সল্টগোলা এলাকায় যুবলীগসহ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
হামলার পর বন্দর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ১৮ জনের নাম উল্লেখ এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিলটি বের করা হয় এবং তার নেতৃত্বেই পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অংশ নেন। গ্রেফতার হওয়া ১৯ জনের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরার জন্য পুলিশ ও সেনাবাহিনী মাঠে কাজ করছে।