বালু উত্তোলন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:০১ পিএম, ১২ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির নেতা গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের সঙ্গে বিরোধ চলে আসছিল।
দুপুর ১২টার দিকে নতুন বাজার এলাকায় এই বিরোধ উগ্র আকার ধারণ করে। আজহারুল ইসলাম সোহেল ও গিয়াস উদ্দিনের অনুসারীরা বল্লম, রামদা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এলাকায় চরম অশান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”