অবশেষে ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু


অবশেষে ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

বহুবার তারিখ পরিবর্তনের নাটকীয়তার পর অবশেষে আগামী ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু। সোমবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত চিঠির তথ্য উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।

প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, পূর্বনির্ধারিত ২৬ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর রং ও লাইটিংসহ সব কাজ শেষ হয়েছে। এদিন থেকেই কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। তাঁর ভাষায়, “দ্বিতীয় তিস্তা সেতু দুই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সেতুটি চালু হলে কুড়িগ্রাম থেকে গাইবান্ধা হয়ে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমবে এবং যাতায়াতে সময় বাঁচবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এলজিইডি সূত্র জানায়, ৮৮৫ কোটি টাকা ব্যয়ে সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। ১,৪৯০ মিটার দৈর্ঘ্য ও ৯.৬ মিটার প্রস্থের এই পিসি গার্ডার সেতু দেশের ইতিহাসে এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প। সেতুর সঙ্গে সংযুক্ত প্রায় ৮৬ কিলোমিটার সড়কে নির্মাণ করা হয়েছে ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি সেতু। ৩১টি স্প্যান বসানো এই সেতুর সংযোগ সড়ক অন্তত ১০টি বাজার ও একাধিক মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। ভাঙন ঠেকাতে সেতুর উভয় পাশে স্থায়ীভাবে সাড়ে তিন কিলোমিটার নদীশাসন করা হয়েছে।

২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তবে মূল নির্মাণ শুরু হয় ২০২১ সালে। এর আগে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২ আগস্ট, পরে তা পিছিয়ে ২৫ আগস্ট করা হয়। শেষ পর্যন্ত সোমবারের ঘোষণায় উদ্বোধন এগিয়ে আনা হয়েছে ২০ আগস্টে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×