‘চিনোস আমারে, ফেসটা দেখছোস আমি কেডা’: জামালপুরে রাস্তায় প্রকাশ্যে মারামারি


‘চিনোস আমারে, ফেসটা দেখছোস আমি কেডা’: জামালপুরে রাস্তায় প্রকাশ্যে মারামারি

জামালপুর শহরের ব্যস্ত রাস্তায় দুই তরুণীর প্রকাশ্যে সংঘর্ষের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঙ্গে থাকা আরেক তরুণীও ঘটনার সময় তাদের পাশে ছিলেন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর শহরজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

গত মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় দুই তরুণীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রোববার (৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের পাশে স্টেডিয়াম কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে আরেক তরুণী হঠাৎ করেই মারধর করতে শুরু করেন। ভিডিওতে চড়, থাপ্পড়, লাথি, ঘুষি ও চুল টানা দৃশ্যও দেখা গেছে। পাশে দাঁড়ানো আরও একজন তরুণীকে সহায়তা করতে দেখা যায়।

ঘটনার সময় হামলাকারী তরুণী চুল ধরে টানতে টানতে বলেন, "ফোন দে, ইমার্জেন্সি ফোন দে।" এরপর আবারও বলেন, "চিনোস আমারে, ফেসটা দেখছোস, দেখ আমারে আমি কেডা।"

এ সময় মার খাওয়া তরুণী কাঁদতে কাঁদতে বলেন, "আমি কারও টাকা নেই নাই, যার টাকা সে নিয়ে গেছে গা।" কিন্তু তাতেও থেমে থাকেননি অপর তরুণী। তিনি আবারও মাথার চুল ধরে মারতে মারতে বলেন, "আমার লগে তুই দুই নাম্বারি করছিস। তোর এত সাহস কে দিছে, আবার কথা কস, টাকা বের কর..!"

ভিডিওতে মার খেতে থাকা তরুণী বারবার কাঁদতে কাঁদতে দাবি করেন যে, তিনি কোনো টাকা নেননি।

তবে এখন পর্যন্ত ওই দুই তরুণী বা তাদের কোনো একজনের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় না পাওয়ায় ঘটনার প্রকৃত কারণও স্পষ্ট নয়।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “ভিডিওটা দেখেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×