
জামালপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নান্দিনা কলেজ মোড়ে নিজের ফার্নিচারের দোকান থেকে আনিসুল কবির রবিনকে আটক করা হয়। রবিন রানাগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল কবির রবিনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তিনি বলেন, “তার বিরুদ্ধে আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”