পুলিশের তাড়া খেয়ে পুকুরে ডুবে শিবির নেতার মৃত্যু


পুলিশের তাড়া খেয়ে পুকুরে ডুবে শিবির নেতার মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিবির নেতা সিজু মিয়ার মৃত্যুর ঘটনায় জড়িত উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু। তিনি সাংবাদিকদের জানান, এসআই রাকিবুলকে ক্লোজড করা হয়েছে।

সূত্রে জানা যায়, গত শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা সিজু মিয়াকে ফোনের মাধ্যমে থানায় আসতে বলেন এসআই রাকিবুল ইসলাম। সিজু থানায় পৌঁছালে তাকে জানানো হয়, তার কাছে চুরি হওয়া একটি মোবাইল ফোন পাওয়া গেছে এবং তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১০টার দিকে ক্ষুব্ধ হয়ে সিজু থানার ভেতরে এক পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তখন তাকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তিনি।

সিজুকে আটকাতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও পুকুর ঘিরে ফেলেন। পানির মধ্যে আটকে পড়া অবস্থায় তিনি অসহায়ভাবে ভেসে থাকতে থাকেন। অভিযোগ রয়েছে, তখন স্থানীয়রা এবং পুলিশ তাকে মারধর করে, যার ফলে তিনি পানিতে ডুবে যান।

রাতভর উদ্ধার অভিযান চালালেও সিজুর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

ঘটনার প্রকৃত কারণ জানতে রংপুর বিভাগীয় অতিরিক্ত ডিআইজি এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এসআই রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×