রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ


রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

রাঙ্গামাটি জেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও রাঙ্গামাটি বেতারের সঞ্চালক মো. তারেক আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন (পারভেজ), দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, বাংলিংক এর রাঙ্গামাটি অফিস প্রধান অমৃত পাল, রাঙ্গামাটি উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক মিল্টন বাহাদুর, ইমতিয়াজ কামাল ইমন প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের ৪শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×