সিসিইউতে কাতরাচ্ছে যমজ দুই বোন


সিসিইউতে কাতরাচ্ছে যমজ দুই বোন

রাজধানীর উত্তরা এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই স্কুলছাত্রী। বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান দিয়াবাড়িতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারিনা জাহান ও সাইবাহ জাহান নামের এই দুই বোন আহত হয়। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

দগ্ধদের মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারিনা জাহান শরীরের ২০ শতাংশ এবং সাইবাহ জাহান ৮ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা তাদের অবস্থা এখন স্থিতিশীল বললেও, শিশু দুটি এখনও ভীষণভাবে আতঙ্কিত রয়েছে।

আহত সারিনা ও সাইবাহ উত্তরায় বসবাসরত ব্যবসায়ী এয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির কন্যা।

দুর্ঘটনার সময় যমজ দুই বোন তাদের শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগুনে পুড়ে আহত হওয়ার পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

মেয়ে দু’জনের এমন শারীরিক অবস্থায় ভেঙে পড়েছেন মা আকলিমা আক্তার। তিনি দেশবাসীর কাছে মেয়েদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

দূর্ঘটনার বর্ণনা দিয়ে বাবা এয়াসিন মজুমদার বলেন, “যমজ দুই মেয়ে সারিনাহ জাহান ও সাইবাহ জাহান (১০) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। বিমান বিধ্বস্তের সময় তারা শ্রেণিকক্ষে ছিল। এখন তারা ন্যাশনাল বার্ন ইউনিটে ভর্তি আছে।”

তিনি আরও জানান, উদ্ধারকারী দল দ্রুত তাদের সহপাঠীদের সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তারা আশঙ্কামুক্ত, তবুও মেয়ে দু’জন এখনো ঘন ঘন আতঙ্কে চিৎকার করছে।

অন্যদিকে, এই দুঃসময়ে ইয়াসিন মজুমদারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে যান জাতীয় সামাজিক সংগঠন ‘আনন্দ সংঘ’-এর উপদেষ্টা শাহীন আহমদ খান, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-আমীন রাসেল, কেন্দ্রীয় সদস্য শরিয়ত উল্লাহ রাজিবসহ চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×