ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ একজন আটক


ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ একজন আটক

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় ১১৬ বোতল মদসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে ধোবাউড়ার উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকার টিকিট কাউন্টারের পাশ থেকে একটি পিকআপসহ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে পাচারের সময় ১১৬ বোতল ভারতীয় মদসহ একটি ইএক্স-২ পিকআপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মদের মধ্যে রয়েছে ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল (৭৫০ এমএল) ও ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×