সাতক্ষীরায় আসছেন এনসিপি নেতারা, নেতাদের আগমনে হঠাৎ শুরু সড়ক সংস্কার


সাতক্ষীরায় আসছেন এনসিপি নেতারা, নেতাদের আগমনে হঠাৎ শুরু সড়ক সংস্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সফরকে কেন্দ্র করে সাতক্ষীরায় সড়ক সংস্কারে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (১২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরা সফরে আসছেন এ খবরে নড়েচড়ে বসেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বহুদিন ধরে উপেক্ষিত শহরের খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বর ও আশপাশের সড়কগুলোতে এখন চলছে জোরেশোরে সংস্কার কাজ। সরেজমিনে শুক্রবার সকালে দেখা যায়, রাস্তার খানাখন্দ ভরাটে ব্যস্ত শ্রমিকরা, পাশে ধোঁয়া ছড়ানো ট্রাকে গলিত পিচ সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর অবহেলিত এই সড়কগুলো যেন হঠাৎ জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে যেতে শুরু করেছে।

স্থানীয়রা বিষয়টিকে নেতাদের সামনে ‘দৃষ্টিনন্দন পরিবেশ’ তৈরির প্রয়াস হিসেবে দেখছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, বছরের পর বছর যে সড়ক খারাপ ছিল, হঠাৎ করেই তা সংস্কারের কারণ কী? 

সড়ক বিভাগের একাধিক কর্মী সংস্কার কার্যক্রমের বিষয়ে মন্তব্য করতে না চাইলেও, সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেছেন, এনসিপি নেতাদের সফর উপলক্ষে নয়, বরং আবহাওয়ার উন্নতি হওয়ায় পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমের অংশ বলেও তিনি দাবি করেন।

এদিকে, সাতক্ষীরায় আসা এনসিপির প্রতিনিধি দলে থাকছেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা। তারা খুলনা থেকে যাত্রা শুরু করে সাতক্ষীরার কুমিরা ফুটবল মাঠে পথসভা, খুলনা রোড মোড় ও শহীদ আসিফ চত্বরে প্রধান পথসভা এবং নিউমার্কেট ও হাটের মোড় হয়ে পদযাত্রায় অংশ নেবেন। সফরের অংশ হিসেবে আল বারাকা হোটেলে দলের জেলা কার্যালয় উদ্বোধনেরও কথা রয়েছে।

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×