মুদি দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল


saurav/1751449625-e06d061a77a7bde916b8a91163029d41.jpg

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে টিসিবির (ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ) এক হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এর আগে মঙ্গলবার (১ জুন) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে এসব তেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুত রেখেছিলেন।

অভিযানে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, টিসিবির এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দ তেল নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×