পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে বিতর্ক


February 4 2025/dw.jpg

লালমনিরহাটের আদিতমারীতে এসএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ব্যবহৃত থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ভাষণটি মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হলেও, বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার এবং কমিটির প্রধান হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।

স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশ তুলে ধরা হয়। পরীক্ষা শেষে প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বিষয়টি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন।

প্রশ্নপত্র প্রসঙ্গে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবুল হোসেন বলেন, ‘আমরা উপজেলা শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিয়েছি। সমিতি নিজেরা প্রণয়ন না করে বগুড়ার একটি প্রেস থেকে ক্রয় করেছে। এমন সমস্যা শুধু আমার বিদ্যালয়ে নয়, উপজেলার ১০টি বিদ্যালয়ে এমন পরিস্থিতি হয়েছে। নিজেরা প্রশ্ন প্রণয়ন না করে ক্রয় করা প্রশ্নে পরীক্ষা নেয়া বিধি সম্মত হয়েছে কি না? এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেননি।

এদিকে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম কাজল বলেন, ‘সমিতি কোনো প্রশ্ন তৈরি করেনি, বরং বাইরে থেকে সংগ্রহ করেছে। তিনি রাজনৈতিক পরিচয় বা আত্মীয়তার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।’

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার সাংবাদিকদের বলেন, “প্রশ্নপত্রের বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটি পুরো বিষয় যাচাই করবে। তিনি আরও বলেন, প্রশ্ন পাঠ্যসূচির অংশ হলেও এর প্রণয়ন, গ্রহণ ও বিতরণের প্রক্রিয়া সঠিক ছিল কি না, সেটিও দেখা হচ্ছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ২০১৭ সালে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (Memory of the World Register) হিসেবে স্বীকৃতি দেয়। মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণিতে এই ভাষণ পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×