নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা

বিচারের জন্য দুই যুগের প্রতীক্ষার অবসান ঘটবে ১ আগস্ট


বিচারের জন্য দুই যুগের প্রতীক্ষার অবসান ঘটবে ১ আগস্ট
সংগৃহীত ছবি

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলার রায় হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। নারয়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম মামলার রায় ঘোষণা করবেন।

গত রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত পিপি এ কে এম ওমর ফারুক নয়ন। অবশেষে চাঞ্চল্য সৃষ্টিকারী ঐ ঘটনার বিচারের অপেক্ষায় থাকা স্বজনদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।

২০০১ সালের ১৬ জুন রাতে নগরের চাষাঢ়া শহিদ মিনারের পশ্চিম পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভয়াবহ বোমা হামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জনসহ মোট ২০ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ অর্ধশত নেতাকর্মী। বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। ঐ ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলায় ১৩৮ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য প্রদান করেছেন।

সাত জন তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর অষ্টম তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ২ মে চাঞ্চল্যকর ঐ ঘটনায় দায়েরকৃত দুই মামলায় ছয় জনকে আসামি করে অভিন্ন চার্জশীট প্রদান করেন।

চার্জশীটে অভিযুক্তরা হলেন রকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, ফরিদপুরের জমজ সহোদর আনিসুল মোরছালিন ও মুহিবুল মোত্তাকিন, নগরের উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুল্লাহ রহমান, নাসিকের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা শওকত হাশেম শকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল।

আসামিদের মধ্যে ২০১৭ সালে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের অপর একটি মামলায় ফাঁসির রায় কার্যকর করা হয়। জমজ সহোদর আনিসুল মোরছালিন মুহিবুল মোত্তাকিন ভারতের দিল্লি কারাগারে বন্দি, ওবায়দুল্লা রহমান ও কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে রয়েছে। কাশিমপুর কারাগারে রয়েছেন শাহাদাৎ উল্লাহ জুয়েল।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×