শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫


শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

শরীয়তপুরে সদ্যঘোষিত জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘ ৪ বছর ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার (৩ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এ

 

 

তে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর থেকে একটি পক্ষ সেটি বাতিলের দাবি জানায়। বিকেলে সদ্যঘোষিত কমিটির একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে। অপরদিকে, আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দু’পক্ষের মধ্যে একটি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি দ্রুত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×