পরে থাকা স্কুলব্যাগে ৫ মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেল


পরে থাকা স্কুলব্যাগে ৫ মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেল

পরিত্যক্ত স্কুলব্যাগে মিলল পাঁচটি খুলি ও হাড়গোড়। মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চাল বাজারে এসব পাওয়া গেছে।

পুলিশ জানায়, পৌর শহরের চাল বাজারের নির্মাণাধীন একটি দোকানের সামনে একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে সন্দেহ দেখা দিলে বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা পরিত্যক্ত স্কুলব্যাগটি খুলে মানুষের মাথার পাঁচটি খুলি ও হাড়গোড় উদ্ধার করে। পরে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে মাথার খুলি ও হাড়গোড় চুরি করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×