আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু


আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে শুরু হলো চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল)।

সোমবার (২ জুন) বেলা সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শাহীনুর রহমান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন সাব্বির, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।

উদ্বোধনী খেলায় ডিবিগ্রাম ইউনাইটেড ৪ উইকেটে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্সকে পরাজিত করে শুভ সূচনা করে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডিবিগ্রাম ইউনাইটেড।

প্রথমে ব্যাট করতে নেমে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ২০ ওভারের খেলা হলেও সময় স্বল্পতার কারণে প্রথমদিনের খেলা হয় ১৫ ওভার। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ডিবিগ্রাম ইউনাইটেড। 

টুর্নামেন্টে পৌরসভার একটি ও বিভিন্ন ইউনিয়ন থেকে সাতটি দলসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×