বরগুনায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু


বরগুনায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

বরগুনা জেলায় তালতলী উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলার ছোট বগী ইউনিয়নের ঠংপাড়া গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত গৃহবধূ একই এলাকার মো. রাজিব সিকদারের স্ত্রী।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃত মুক্তা আক্তারের বাড়িতে পার্শ্ববর্তী আরেকটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ায় ওই সংযোগের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না। পরে মুক্তা আক্তার পড়ে থাকা ওই তার গোছাতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×