সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার


সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার উপজেলার দশপাইকা গ্রামের এ ঘটনা ঘটে। পরে গতকাল রবিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুজাহিদ আলী নামের মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার জানায়, একমাস আগে ওই কিশোরী তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মুজাহিদ আলীর সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তখন মুজাহিদ নিজেকে জুবায়ের আহমদ নামে পরিচয় দেন। সম্পর্কের এক মাসের মাথায় গত শনিবার সিএনজিচালিত অটোরিকশা করে তারা ঘোরাফেরা করেন। পরে সন্ধ্যায় ওই কিশোরীকে মুজাহিদ আলী তার বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরদিন রবিবার সকালে মুজাহিদ ভুক্তভোগীকে তার বাড়ি সামনে রেখে চলে যান।

বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানায়। এরপর এ ঘটনায় মামলা পর পুলিশ আসামিকে ধরতে অভিযানে নামলে মুজাহিদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। 

জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×