হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল


হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা কোনো টর্নেডো নিয়ে তথ্য দিতে পারেননি।

তবে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে বলে তারা নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, ‘বিকালের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে আমরা ভয় পেয়ে যাই। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল দিয়ে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা অনেকের নজরে আসে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অপারেটর হারুন আর রশীদ বলেন, ‘আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি। তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই।’

একইভাবে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে টর্নেডোর খবর পেয়েছি। ভিডিওতে দৃশটি দেখেছি। এ ছাড়া আর কোনো তথ্য নেই।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘ঘটনা সত্য। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×