যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতার পদ সাময়িক স্থগিত


যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতার পদ সাময়িক স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরে আরও দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের তথ্যে ভিত্তিতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেনের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তার স্থলে দলের ১ নম্বর সহ-সভাপতি চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অভিযোগে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বৈদ্যের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা এবং ইউনিয়ন বিএনপিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×