‘ছাগল ধানক্ষেতে যাওয়ায়’ একজনকে পিটিয়ে হত্যা


‘ছাগল ধানক্ষেতে যাওয়ায়’ একজনকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় মোহাম্মদ রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল যুবক।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উত্তর নলবিলা গ্রামের পশ্চিম পাশে ধানক্ষেতের মাঝে ফাতিয়া বর পুকুরের পাশে ঘটে এ ঘটনা। নিহত মোহাম্মদ রশিদ উত্তর নলবিলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের একজন, কামরুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, রশিদ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘একটি ছাগল ধানক্ষেতে ঢুকে পড়া নিয়ে তর্কাতর্কির জেরে এ সংঘর্ষ বাধে জানা গেছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×