চট্টগ্রামে আগস্টে গুলিতে শ্রমিকের মৃত্যুর ৮ মাস পর মামলা


চট্টগ্রামে আগস্টে গুলিতে শ্রমিকের মৃত্যুর ৮ মাস পর মামলা

চট্টগ্রাম সিটি ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মো. ইউসূফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার পরিবার।

বুধবার (৯ এপ্রিল) ঘটনার আট মাস পর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় এ মামলা করেন ইউসুফের বাবা।

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ইউসুফ হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের বাসিন্দা।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সাংসদ মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌফিক আহম্মেদ চৌধুরী, আরশাদুল আলম বাচ্চু, জাফর আলম চৌধুরী, আবদুস সবুর লিটন, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু প্রমুখ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরের ৫ আগস্ট বিজয় মিছিল-পরবর্তী দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিক মারা যান। মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×