দুর্ঘটনা রোধ ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতে বিআরটিএ চট্টগ্রামের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত


দুর্ঘটনা রোধ ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতে বিআরটিএ চট্টগ্রামের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক রোববার (১৩ এপ্রিল) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. রইছ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী রেজিস্টার ডাক্তার মো. শোয়াইব, বিআরটিসি ট্রাক ডিপো বায়েজিদের ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ইকবাল আহমেদ ।

কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চালানোর নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন-সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮’-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত বিভিন্ন লিফলেট, ব্রোশিয়ার, স্টিকার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজকের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৩৭ জন পেশাদার ড্রাইভারদের প্রত্যেককে ৩০০ টাকা সম্মানী এবং দুপুরের খাবার ও পানি বিনামূল্যে বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×