চট্টগ্রামে বৈষম্যবিরোধী কর্মীর ওপর নিষিদ্ধ সংগঠনের নেতার হামলা


চট্টগ্রামে বৈষম্যবিরোধী কর্মীর ওপর নিষিদ্ধ সংগঠনের নেতার হামলা
 চট্টগ্রামের রাউজান উপজেলায় জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইসতিয়াক হোসেন সিফাতের (২১) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারী যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ জানায়, হামলাকারী যুবকের নাম মুহাম্মদ ইমরান (২৬)। তার বাড়ি একই ইউনিয়নের আশ্চার্য্য পাড়ায়। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন শাখার কর্মী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।  

হামলার শিকার ইশতিয়াক হোসেন বলেন, ‘আমি আজ শুক্রবার জুমা নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় হঠাৎ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী ইমরান আমাকে পেছন থেকে হামলা করে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন তাকে আটক করেন। তার সঙ্গে আমার শত্রুতা নেই, রাজনৈতিক কারণে সে আমার ওপর ক্ষেপে থাকতে পারে।’

এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের নেতারা। তারা জানান, আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা সুযোগ পেলে এখনো ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা করছেন। তাদের আইনের আওতায় আনতে রাউজান থানার পুলিশকে আহ্বান জানান।

এ বিষয়ে রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগে আজ বিকেল তিনটার দিকে ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়া। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×