সিইউএফএলে সার উৎপাদন বন্ধ


সিইউএফএলে সার উৎপাদন বন্ধ

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।  

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।  

সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×