বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত আট


বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত আট

বঙ্গোপসাগরে বরগুনার চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় সাত জেলে মারধরের শিকার হন এবং একজন গুলিবিদ্ধ হন।

বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলা জেলার অন্তর্ভুক্ত ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী সাগর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঘাটে ফিরে এলে এ তথ্য জানা যায়।
 
ডাকাতরা এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামের চারটি ট্রলারে হানা দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন লুট করে।
 
আহত জেলেরা হলেন, মনির হোসেন মাঝি (৩৫), বেল্লাল (৪০), আবুল কালাম (৫০), জাহিদ (২২), ইব্রাহিম (৩০), ইলিয়াস (২০), মোস্তফা (৬০) ও বেল্লাল (৩১)। তাদের মধ্যে বেলাল গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ভুক্তভোগী জেলেরা জানান, মাছ ধরার সময় মুখোশ পরা ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মালামাল লুট করে। বাধা দিলে সাতজনকে মারধর এবং একজনকে শটগান দিয়ে গুলি করে আহত করা হয়।
 
ডাকাতির শিকার ট্রলারগুলো বৃহস্পতিবার রাতে পাথরঘাটায় পৌঁছায়। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে বেলালকে বরিশাল পাঠানো হয়।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল ভোলা জেলার আওতাভুক্ত হওয়ায় ওই জেলার সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে। তবে ট্রলারগুলোতে থাকা অধিকাংশ জেলে পাথরঘাটার বাসিন্দা। যদি কেউ লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
 
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×