জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত


জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

নিহত গোলাম নাসির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় ফিসকারঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

পাঁচবিবি থানার এসআই জাহাঙ্গীর কবির জানান, ইফতারের আগে উপজেলার শালাইপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবির দিকে যাচ্ছিলেন বিপ্লব। ফিচকারঘাট এলাকায় ‘ইউটার্ন’ নেওয়া একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খান তিনি।

এতে গুরুতর আহন হন বিপ্লব। স্থানীয় লোকজন জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×