সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা


Feb 2025/Rain.jpg

রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
 
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ‘রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
 
সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই, ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×