আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেপ্তার ১৬


আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেপ্তার ১৬

বগুড়ায় মাটিডালির ড্রিম প্যালেস নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী এলাকায় অবস্থিত হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।' 

তিনি জানান, আটক নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোনা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধায়। অপরদিকে আটক পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বগুড়া সদর থানার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে ওই আবাসিক হোটেলে এর আগেও তিনবার অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। হোটেলের মালিক সোহেল রানা ও ম্যানেজার মাহবুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়। ওই মামলায় তারা জামিনে রয়েছেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×