ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, সঞ্চয়ের টাকাও লুট


ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, সঞ্চয়ের টাকাও লুট

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার (৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে।

এ নিয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।’

জানা যায়, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। 

এ সময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল। 

মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডাক্তার মাহফুজুল হক ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে আচানক কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়।

গৃহবধুর স্বামী জুয়েল বলেন, ‘পাশবিক নির্যাতনের পর প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। চিকিৎসার জন্য আমার স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কাইছার হামিদ জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×