সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


November 16/5765-1736350743.jpg

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -এর গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৮ জানুয়ারি) বিকেল এই ঘটনা ঘটে। নিহত সাইদুল সুনামগঞ্জের গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের দাবি, বুধবার বিকেলে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় চড়ানো গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। 

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×