যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার, আটক ১


যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার, আটক ১

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় আল আমিনের কাছ থেকে ১টি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা,  ৮০০টি বান্ড গ্লোবস, ১০০০টি সার্জিকাল গ্লোবস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০ জিটোন, ৩০০টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাজা সেবন এবং বিক্রির সঙ্গে কথা স্বীকার করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে দেয়া হবেও বলে জানাই যৌথবাহিনী। 

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যৌথবাহিনী আটক করার পর আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×