জামায়াত-শিবিরকে পুরনো শকুন বলে ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামায়াত-শিবিরকে পুরনো শকুন বলে ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এটিএম আজম খান

রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ গত বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে পুরনো শকুন বলে ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর শাপলা চত্বর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

একইসঙ্গে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আজম খান বলেন, ‘আব্দুল ওয়াহেদের এমন বক্তব্য মনগড়া, উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবিরের নেতাকর্মীরা মামলা, হামলা, জেল-জুলুম উপেক্ষা করে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সব আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতের এই ভূমিকায় ঈর্ষান্বিত হয়ে আব্দুল ওয়াহেদ এই কথা বলেছেন।’

তিনি আরো বলেন, ‘শুধু জামায়াত শিবিরকে নয় ২৪’-এর আন্দোলন নিয়েও কটাক্ষ করেছেন।’

তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেয়া হলে পরবর্তী কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

প্রসঙ্গত, গত বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে পুরনো শকুন বলে ব্যঙ্গ করেন আব্দুল ওয়াহেদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×