চাঁদপুরে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ


চাঁদপুরে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০ ও বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয়েছে। মেঘনা নদীর হরিণা নামক স্থানে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

সংঘর্ষের ঘটনায় লঞ্চ দুইটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, উভয় লঞ্চের কোন যাত্রী হতাহত হয়নি। 

চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন একটি চরে আটকা পড়ে আছে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। ওই লঞ্চের ৫৮০ জন যাত্রীকে রাতেই এমভি শুভরাজ-৯ লঞ্চের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে। আর ঢাকাগামী কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে গন্তব্যে রওয়ানা হয়ে গেছে।

চাঁদপুর ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, বরিশালগামী লঞ্চটি চরে আটকা পড়ায় যাত্রীদের অন্য লঞ্চের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে। আর ঢাকাগামী লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকায় রওয়ানা হয়ে গেছে। 

লঞ্চ দুইটির ক্ষয়ক্ষতি হলেও কোন যাত্রী আহত হয়নি বলে জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×