ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল বন্ধ


News Defalt/soriyatpur_20241209_102540237.jpg

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচলে ঝুঁকি থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে তেমন গাড়ি নেই। 

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ভোর ৪টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা দুর্ঘটনা এড়াতে এটি করেছি। এই রুটে ৬টি ফেরি নিয়মিত চলাচল করে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×