এবার বগুড়ার প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ


এবার বগুড়ার প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ

বগুড়া শহরে জলেশ্বরীতলায় প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা কালী মন্দির রোড সংলগ্ন প্রথম আলোর অফিস অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ৫-৬টি মোটরসাইকেল যোগে এসে অতর্কিতভাবে বাইর থেকে ইট পাথর নিক্ষেপ করে অফিসের সামনের অংশের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। 

এতে অফিসের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×