কানাইঘাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা


কানাইঘাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
সিলেটের কানাইঘাটে মো. মুমিন সরকার (২৮) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে খুন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের আল-আমিন ফার্মেসির সামনে রাজু নামে এক বন্ধু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার হাত-পায়ের রগ কেটে অধিক রক্তক্ষরণে মৃত্যু হয়। 

নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সে পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, নিহত মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি। রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী।

দু’জনের বন্ধুত্ব থাকলেও সম্প্রতি দ্বন্দ্ব শুরু হয়। এ বিরোধের জেরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের আল-আমিন ফার্মেসির সামনে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের হাতে ও পেটে  আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত রাজুকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×