রাতের আধারে মায়া চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


রাতের আধারে মায়া চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেয়া হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে তার দুটি তিনতলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগানোর পর ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ জানান, পুলিশ সুপারের নির্দেশে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এখন ঘটনা তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। বিএনপি বা তার সদস্যরা কখনোই সহিংসতার রাজনীতি করে না এবং এমন কার্যকলাপ সমর্থনও করে না।’

এদিকে, সাবেক মন্ত্রী মায়া চৌধুরী গত ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×