শিশু মুনতাহা হত্যাকাণ্ড: আটক কুতুবজান বিবি মারা গেছেন


শিশু মুনতাহা হত্যাকাণ্ড: আটক কুতুবজান বিবি মারা গেছেন

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলার ঘটনায় আটক হওয়া কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গ্রাম ছাউরায় তার মৃত্যু হয়।

কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানী। মূলত মার্জিয়ার পরিবারের সদস্য হওয়ার কারণেই কুতুবজান বিবিকে আটক করে পুলিশ। তবে তাকে মূল অভিযুক্ত না করলেও বয়স বিবেচনায় পুলিশ তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেয়। শারীরিক অসুস্থতার কারণে কুতুবজানকে সেলিম আহমদের ছোট ভাইয়ের জিম্মায় পাঠানো হয়েছিল। সেখানে অবস্থানকালেই আজ সকালে তার মৃত্যু ঘটে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুতুবজান মুনতাহা হত্যা মামলার আসামি নন, তবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ বলেন, কুতুবজান শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন এবং চলাফেরা করতে পারতেন না। তাকে তার ছোট ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছিল, যেখানে আজ তার মৃত্যু হয়।

এদিকে, মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড চলছে। তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া জানান, আসামিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না।

মুনতাহা হত্যার পেছনে ছিল মার্জিয়ার ক্ষোভ এবং প্রতিশোধের পরিকল্পনা। মার্জিয়া, যার সঙ্গে মুনতাহা প্রাইভেট পড়তো, তাকে বাদ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে শিশুটিকে অপহরণ করে হত্যা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, অপহরণের পর মার্জিয়া শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন এবং তার মরদেহ পুকুরে ফেলার সময় গ্রামবাসী তাকে আটক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×