গুম-খুনের নায়িকা শেখ হাসিনা বললেন জামায়াত নেতা বেলাল


October 2/Rangpur-Jamayet-768x432.jpg
গুম-খুনের নায়িকা শেখ হাসিনা’ এমন মন্তব্য করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল । তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ঐতিহ্য হলো খুনের ঐতিহ্য।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ২৮ অক্টোবর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবুর বেলাল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে মানুষ পিটিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করে ফ্যাসিবাদের সূচনা করেছিল আওয়ামী লীগ। যা সারা বিশ্বে প্রমাণিত। ২৪ এর গণঅভ্যুত্থানের লাশ নিয়েই পালিয়ে গেছেন তিনি।

এ সময় তাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তিনি। এতে তার মতো কেউ আর ফ্যাসিবাদ কায়েমের দুঃসাহস দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×