ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সুমন মিয়া শহরের মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা মুসলিম মিয়ার ছেলে। 

অভিযান সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা আসামি সুমন মিয়াকে ধরতে শুক্রবার রাত ১০টায় জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সুমন মিয়ার কাছে কাছ থেকে এ সময় একটি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। দুপুরের মধ্যে তাকে আদালতে প্রেরণ করা হবে। 
 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×