
রাজধানীর মুগদা থানার মান্ডার এলাকার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া।
শিশির কুমার কর্মকার জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কামরুল আগে ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি বদলি হয়ে রাঙ্গামাটির এপিবিএনে যোগ দেন। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় বসবাস করত। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। ঘটনার সময় তিনি একাই বাসায় ছিলেন। প্রাথমিক ধারনা অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি নিজেই এই ঘটনা ঘটিয়েছেন।