
রাজধানীর শাহজাদপুরে চুরির ঘটনায় বাধা দিতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক চোরের ধাক্কায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জানুয়ারি) শাহজাদপুরের গুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম এ বি এম শফিউল হক (৬০)। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সামিউল হক জানান, ‘আমার বাবা অবসর জীবনযাপন করছিলেন। আজ দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে আমাদের বাসায় ঢোকে। বিষয়টি বাবা টের পেয়ে ওই চোরকে জাপটে ধরেন। এসময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর বাবাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।