
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধারসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। আশিকুর ইসলাম শান্ত (২০)।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১.১০ ঘটিকায় পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম এবং মিরপুর জোনাল টিম একসাথে অভিযান পরিচালনাকালে উক্ত স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আশিকুর ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লক প্যারিস রোডস্থ পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলা সিঁড়ির নিচ থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএমগুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিবি সূত্র আরো জানায়, আশিকুর ইসলাম স্বীকার করেন যে, তিনি সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”এর সক্রিয় সদস্য। সে ও তার সন্ত্রাসী গ্রুপ সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের দশটি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: বাসস