
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এছাড়া তার জনাজা উপলক্ষে আগামীকাল অর্থাৎ বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সময় কী কী করা যাবে না তা জানিয়ে মঙ্গলবার রাতে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ - ডিএমপি।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে।
এই সময়ে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালী বা শোভাযাত্রা করা যাবে না।
আর উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার বছরের শেষ দিনে ঢাকাসহ সারাদেশে থার্টি ফাস্ট উদযাপনের সময় প্রতি বছর পটকা, আতশবাজীসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অনেকে।
সূত্র: বিবিসি বাংলা