
রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
ডিএমপি জানায়, দুই হাজার টাকা চুরি করার অভিযোগে গৃহকর্মী আয়েশার সঙ্গে গৃহকর্ত্রী লায়লা ফিরোজের মধ্যে ঝগড়া হয়। এর পর পরদিন ক্ষিপ্ত হয়ে আয়েশা পরিকল্পিতভাবে ছুরি নিয়ে বাসায় ফিরে লায়লাকে হত্যা করে। ঘটনার সময় লায়লার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমে ছিল। গৃহকর্মীর সঙ্গে তার মায়ের ধস্তাধস্তিতে নাফিসার ঘুম ভেঙে যায়। সে ইন্টারকমে দারোয়ানকে সাহায্য চাইলেও, সেই সময়ই আয়েশা নাফিসাকে হত্যা করে।
নজরুল ইসলাম আরও জানান, হত্যার ঘটনায় আয়েশার স্বামী রাব্বীও গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার পর আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করেছিল।
পুলিশ সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের ওই বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে। এরপর নিহত লায়লা ফিরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, সোমবার রাতেই একমাত্র আসামি হিসেবে গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।