
শেরপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনা, নারীদের ওপর হামলা এবং দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের প্রতিবাদ জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি আয়োজন করে। নেতৃত্ব দেন সিনেট সদস্য ফাহিম রেজা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সকাল থেকে অনুষ্ঠিত কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফাহিম রেজা বলেন, “রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি নির্বাচনকে ঘিরে প্রথম খুনের ঘটনাও ঘটেছে। এসব নীতিবিরোধী কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।”
রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড তা নষ্ট করেছে। বিদেশে থাকা দলের শীর্ষ নেতার ‘নতুন পরিকল্পনা’র বিপরীতে দেশে পুরনো সহিংস রাজনৈতিক চর্চা এখনো চলমান।”
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনকে সহিংসতামুক্ত ও নিরাপদ রাখার জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।