.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী পন্থী অধ্যাপকদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে- বলে জানা গেছে। বৈঠক চলাকালে কয়েকজন ডাকসু সদস্য সেখানে উপস্থিত হলে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়- যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গোপনে আয়োজিত আওয়ামী পন্থী অধ্যাপকদের বৈঠকে বাধা দেন ডাকসু নেতারা। ডাকসু নেতার উপস্থিতি বুঝতে পেরে অধ্যাপকরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন।
ঘটনার সময় একজন শিক্ষার্থী পালাতে থাকা অধ্যাপকের পিছু নেন এবং তাঁকে লক্ষ্য করে বলেন, “আপনি ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছিলেন, আওয়ামী লীগের দালাল।” একই সঙ্গে আরেক শিক্ষার্থীকে ডেকে চিৎকার করতে শোনা যায়, “পুলিশকে ফোন করো।”
ভিডিওতে আরও দেখা যায়, এক অধ্যাপক ভবন থেকে বেরোতে চাইলেও পেছন থেকে একজন শিক্ষার্থী সোয়েটার বা হুডির মতো কোনো পোশাক ব্যবহার করে তাকে আটকানোর চেষ্টা করেন। দৃশ্যটি অনেকের নজরে জাল ছিটিয়ে মাছ ধরার মতো মনে হয়েছে।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও সাধারণ জনগণ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।