
বাংলাদেশ নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ঘোষিত শান্তিকালীন পদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শীর্ষ তিন কর্মকর্তা। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন, ট্রেজারার কমডোর মোহাম্মদ তরিকুল ইসলাম ও রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন নৌবাহিনী পদক (এনবিপি), ট্রেজারার কমডোর মোহাম্মদ তরিকুল ইসলাম নৌ গৌরব পদক (এনজিপি) এবং রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাওয়ার কথা বলা হয়।
নৌবাহিনীর কর্মকর্তাদের বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়। এ বছর মোট ৪০ জন কর্মকর্তা এ সম্মানে ভূষিত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন পেয়েছেন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচ জন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাত জন নৌ গৌরব পদক (এনজিপি), দশ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং দশ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।