
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। এদিন রাতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ইকোনো বাস থেকে তাদের আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অংকে জরিমানাও করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাঞ্চানগর এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে মো. কামরুল পাটোয়ারীকে (৩৮) এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আহম্মদের ছেলে মোক্তার হোসেন রনিকে (২৯) সাত দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলার কালিকসার, চৌদ্দগ্রাম এলাকার হোসেন আহমেদের ছেলে মো. মাহমুদুল হককে (৪০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৪০ টাকা জরিমানা করা হয়। দক্ষিণ মজুপুর এলাকার সেলিম ড্রাইভারের ছেলে আবুল হাসনাতকে (৩৬) তিন মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আব্দুল করিমের ছেলে মো. লিটনকে (২৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইকোনো বাস থেকে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।